[🇧🇩-Land] Arakan Army----A rising security threat to Bangladesh

  • Thread starter Thread starter Saif
  • Start date Start date
  • Replies Replies 3
  • Views Views 7
[🇧🇩-Land] Arakan Army----A rising security threat to Bangladesh
3
7
More threads by Saif

Short Summary: Monitoring the activities of arakan army against Bangladesh.
G   Bangladesh Defense Forum

Saif

Senior Member
Jan 24, 2024
10,339
5,705
Origin

Residence

Axis Group

Govt engaging with Arakan Army
Says CA’s representative on Rohingya issue

Bangladesh is maintaining contact with the Arakan Army (AA), which has occupied some 90 percent of Rakhine State, for the sake of protecting the country's border and Rohingya repatriation, said Khalilur Rahman, the chief adviser's high representative on the Rohingya issue.

"The day the AA raised its flag on our border, I instantly realised it's a new world -- you got to deal with them," he said at a seminar yesterday on the situation in Rakhine and implications for Bangladesh.

The seminar was organised by the South Asian Institute of Policy and Governance (SIPG) at the North South University premises.

Myanmar has been in civil war since the military coup that ousted the democratic government in February 2021.

The National Unity Government, the shadow government formed by the political leaders, and dozens of other ethnic groups, have been fighting the junta since then.

The AA, which seeks autonomy in Rakhine, controls the entire 271-kilometre-long border with Bangladesh and more than a million Rohingyas fled that state to Bangladesh.

"Mind you, this is our border and we have to protect, make it secure and make sure that we work in collaboration with whoever is on the other side. We reached out to them at a certain level," Rahman said.

Before that, he held a meeting with Julie Bishop, the UN secretary general's special envoy on Myanmar, over drafting a statement for the UN secretary general to the AA.

The statement communicated that the AA has to respect international human rights principles and abide by international laws.

At the seminar, Rahman also said, "A new neighbour is emerging and Bangladesh wants to be friendly with them and not dominate them. This is our only land border outside of our border with India. It is also in our national interest to reach out to them. We can begin the process of building trust, building confidence and lay the basis of longtime friendly relations."

He said he made it very clear that Bangladesh does not have any pipeline through Rakhine or any transit projects through Rakhine.

Abdul Hafiz, special assistant to the chief adviser on defence and national solidarity development, said diplomacy, backed by strategic deterrence based on a national consensus, is critical to protecting national interests.

He underscored Bangladesh's priority of ensuring safe, dignified and voluntary Rohingya repatriation.

Keynote speaker Ambassador Md Sufiur Rahman, a senior research fellow at SIPG, provided an analytical overview of the shifting political landscape in Rakhine.

He highlighted that 750,000 people have been displaced from Rakhine and that poverty in Rakhine has ascended to alarming levels.

He believes Bangladesh can play a pivotal stabilising role by providing humanitarian support and strengthening economic ties between Chittagong and Rakhine.

"Economic linkages can serve as a pathway to broader cooperation and peacebuilding," he said, while suggesting leveraging this to secure a peaceful border and a friendly neighbour.

Sk Tawfique M Haque, director of SIPG, urged a pragmatic policy toward the AA by recognising the fast-evolving situation in Rakhine and stopping the slow and silent influx of Rohingya Refugees since October 2023.

Bangladesh should balance security concerns with economic and diplomatic goals, he added.​
 

আরাকান আর্মির সাথে বাংলাদেশের যোগাযোগের প্রশ্ন উঠছে কেন

1741398248119.png

ছবির ক্যাপশান,আরাকান আর্মির এক সদস্য সতর্ক পাহারায়। ফাইল ছবি

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমার সীমান্তের পুরোটাই নিয়ন্ত্রণ করছে- এমন খবর আসার পর বাংলাদেশ সরকারের দিক থেকে আরাকান আর্মির সাথে যোগাযোগের উদ্যোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি–সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ডঃ খলিলুর রহমান রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে শুক্রবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এ ইঙ্গিত দিয়েছেন।

মি. রহমান আজ শনিবার বিবিসি বাংলাকে বলেছেন, আরাকানের পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং পরিস্থিতি অনুযায়ী আরাকান আর্মির সাথে যোগাযোগ করা হবে কি না তা নিয়ে 'সুচিন্তিত' পদক্ষেপ নেয়া হবে বলে মন্তব্য করেছেন তিনি।

মিয়ানমার বিষয়ক গবেষক ও লেখক আলতাফ পারভেজ বলছেন, আরাকানে এখন যে পরিস্থিতি তাতে সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও বাণিজ্যের স্বার্থে আরাকান আর্মির সাথে যোগাযোগ জরুরি হয়ে পড়েছে।

তবে এর ভিন্নমতও রয়েছে। নিরাপত্তা বিশ্লেষক মেজর এমদাদুল ইসলাম (অবসরপ্রাপ্ত) বলছেন সীমান্ত অঞ্চল আরাকান আর্মি নিয়ন্ত্রণ করছে এটি যেমন সত্যি, তেমনি রাখাইনের রাজধানী এখনো সরকারের নিয়ন্ত্রণে।

"পাশাপাশি নেপিদো সরকারের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আছে। সে কারণে চলমান পরিস্থিতি ও কূটনৈতিক সম্পর্ক -উভয় দিক বিবেচনায় নিয়েই বাংলাদেশকে এগুতে হবে," বলেছেন তিনি।

থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী শনিবার তাদের এক প্রতিবেদনে লিখেছে যে, বাংলাদেশের সাথে মিয়ানমারের পুরো সীমান্তই এখন আরাকান আর্মির দখলে।

মূলত গত এগারই ডিসেম্বর খবর আসে যে আরাকান আর্মি মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। এই প্রথম মিয়ানমারের পুরো একটি রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে কোন বিদ্রোহী গোষ্ঠী।

এই অংশের পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার পরই বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীর মিয়ানমারের অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে আরাকান আর্মি।

এমন পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে আরাকান আর্মির সাথে সরকারের যোগাযোগ করার প্রসঙ্গটি আলোচনায় উঠে আসে।

1741398400319.png


বাংলাদেশ কী ভাবছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুক্রবার 'রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা: বাংলাদেশের প্রাসঙ্গিক বিবেচনাসমূহ' শীর্ষক আলোচনায় অংশ নিয়েছিলেন ডঃ খলিলুর রহমান।

তিনি সেখানে বলেছেন 'আরাকান আর্মির চূড়ান্ত অবস্থা কী হয় তা এখনো অস্পষ্ট। তবে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে অন্তত সীমান্ত ব্যবস্থাপনার ব্যাপারে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ থাকে। তবে গভীরভাবে বিবেচনা না করে কোনও পদক্ষেপ নেওয়া হবে না'।

বিষয়টি নিয়ে আজ শনিবার বিবিসি বাংলার সাথে কথা বলেছেন মি. রহমান।

তিনি বলেন, আরাকানের পরিস্থিতির দিকে তারা গভীরভাবে নজর রেখেছেন এবং পরিস্থিতি অনুযায়ী সুচিন্তিত সিদ্ধান্তই তাদেরকে নিতে হবে।

"আমাদের জন্য সীমান্ত ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। রাখাইনের সাথে আমাদের সীমান্ত আছে। তবে সেখানকার পরিস্থিতি ঠিক কী অবস্থায় আছে এবং সীমান্ত ব্যবস্থাপনায় কারা সেটি নিশ্চিত হয়েই আমাদের পদক্ষেপ নিতে হবে," তিনি বলেন।

আরাকান আর্মির সাথে যোগাযোগের উদ্যোগ মিয়ানমারের সাথে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কোন ইস্যু হবে কি না জানতে চাইলে মি. রহমান বলেন, ''সে প্রশ্ন এখনো আসছে না, কারণ বাংলাদেশ পরিস্থিতি বোঝার চেষ্টা করছে মাত্র''।

এর মধ্যেই আরাকান আর্মির সাথে কোন যোগাযোগ সরকারের হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা বাইরে থেকে শুনতে পাচ্ছি তারা সীমান্ত নিয়ন্ত্রণ করছে। আমরা আরও দেখবো। সীমান্ত কারা নিয়ন্ত্রণ করছে সেটি স্পষ্ট হতে হবে আগে"।

অর্থাৎ আরাকান আর্মির সাথে এর মধ্যেই যোগাযোগ হয়েছে কি না কিংবা যোগাযোগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে কি না সেটি এখনো পরিষ্কার নয়।

তবে রাখাইন ও মিয়ানমার ইস্যুর দিকে নজর রাখেন সরকারের এমন কিছু সূত্র বলছে, কোন চ্যানেলে কীভাবে আরাকান আর্মির সাথে যোগাযোগ হতে পারে তা নিয়ে নানামুখী তৎপরতা চলছে।

আরাকান আর্মি কারা

কাচিন ইন্ডিপেনডেন্ট আর্মির (কেআইএ) সহায়তায় ইউনাইটেড লীগ অব আরাকানের সামরিক শাখা হিসাবে আরাকান আর্মি গঠিত হয় ২০০৯ সালে। তাদের লক্ষ্য, একটি সার্বভৌম আরাকান রাজ্য প্রতিষ্ঠা করা।

আরাকান আর্মি কখন সামরিক তৎপরতা শুরু করে সেটি নির্দিষ্ট করে বলা কঠিন। তবে ধারণা করা হয় ২০১৫ সাল থেকে পালেতোয়া টাউনশিপ এলাকায় তাদের সামরিক তৎপরতা শুরু হয়।

সেনাবাহিনীর সাথে তারা গত কয়েক বছর ধরে লড়াই চালিয়ে আসছে এবং এই সময়ে রাখাইন রাজ্য ও পার্শ্ববর্তী চিন রাজ্যে নিজেদের অবস্থানকে সংহত করতে সমর্থ হয়েছে। চলতি বছরের শুরুর দিকে এসে আরাকান আর্মির একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে সরকারি বাহিনী।

এ কারণে গত বছরের মাঝামাঝি থেকেই আরাকান আর্মির সাথে বাংলাদেশের অনানুষ্ঠানিক যোগাযোগের তাগিদ দিতে থাকেন অনেকে।

বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন গত নভেম্বরে এক আলোচনায় অংশ নিয়ে বলেছিলেন রাষ্ট্র হিসেবে নন স্টেট অ্যাক্টরের সাথে সম্পর্ক রাখায় যায় না। 'কিন্তু সম্পর্কের বিভিন্ন মাত্রা আছে। আমাদের মূল সমস্যা আরাকানে। নতুন যে ব্যবস্থা আসবে তাতে রাখাইনে আরাকান আর্মিই হবে বড় ফ্যাক্টর। সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে'।

মি. হোসেন এখন বাংলাদেশের অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

প্রসঙ্গত, রাখাইন অঞ্চল থেকে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে আরো সাত বছর আগে। কিন্তু সেই সংকট সমাধানের কোন কূলকিনারা হচ্ছেনা।

1741398360501.png


কেন আরাকান আর্মির সাথে যোগাযোগের প্রশ্ন

মিয়ানমার বিষয়ের লেখক ও গবেষক আলতাফ পারভেজ কয়েক বছর আগে আরাকান আর্মির জেনারেল নায়েং এর সাক্ষাতকার নিয়েছিলেন। তখন থেকেই তিনি আরাকান আর্মির সাথে বাংলাদেশের যোগাযোগ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে আসছেন।

তার মতে নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা এবং ব্যবসা বাণিজ্য—এ তিনটি কারণে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ তৈরি করা বাংলাদেশের জরুরি হয়ে পড়েছে।

"এখনকার বাস্তবতা হলো আরাকান আর্মিই সেখানকার প্রধান শক্তি। বিশেষ করে রোহিঙ্গা প্রধান উত্তর আরাকানের বিপুল এলাকা তাদের দখলে চলে গেছে। সে কারণে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হলেও তাদের সম্মতির দরকার হবে। এটা সম্পূর্ণ নতুন এক বাস্তবতা। এখন এর নেপিদোর সরকার (জান্তা সরকার) চাইলেও রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে না," বিবিসি বাংলাকে বলেছেন তিনি।

তার মতে বাংলাদেশ আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে কি না বা কীভাবে গড়ে তুলবে কিংবা সেই যোগাযোগে রোহিঙ্গাদের কীভাবে যুক্ত করবে- এসব বিষয়ে চিন্তা ভাবনা করে এগুতে হবে।

তিনি বলেন, "কারণ মনে রাখতে হবে রোহিঙ্গাদের আরও সংগঠন আছে। তেমন কোন কোন সংগঠন আবার আরাকান আর্মির বিরুদ্ধেও আছে"।

অন্যদিকে একসময় সিটওয়েতে বাংলাদেশ মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন মেজর (অব.) এমদাদুল ইসলাম। মিস্টার ইসলাম বলছেন রাখাইন রাজ্য পুরোটা আরাকান আর্মি দখল হয়েছে এটা এখনি বলা যাবে না। তবে সীমান্ত জুড়ে তাদের প্রভাব প্রতিষ্ঠিত হয়েছে।

"আবার রাখাইনের রাজধানী, পার্লামেন্ট সরকারের নিয়ন্ত্রণে আছে। সরকারি বিমান, নৌ ও সেনাবাহিনীও এখনো কোন পদক্ষেপ নেয়নি। নেপিদোতেও মিয়ানমার সরকার আছে, যার সাথে কূটনৈতিক সম্পর্ক আছে বাংলাদেশের। এসব কিছু বিবেচনায় নিয়েই বাংলাদেশকে এগুতে হবে," বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।

যদিও কেউ কেউ মনে করেন সুনির্দিষ্ট কিছু কারণে আরাকান আর্মির সাথে দ্রুত 'অনানুষ্ঠানিক' যোগাযোগ করা উচিত বাংলাদেশের। এর প্রথম কারণ হলো সীমান্ত ব্যবস্থাপনা, যাতে করে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ আর না ঘটতে পারে।

এছাড়া সাম্প্রতিক সময়ের লড়াইয়ে হেরে সরকারি বাহিনী বিপুল অস্ত্র ফেলে গেছে বলে ধারণা পাওয়া যাচ্ছে। এগুলোর চোরাচালানের আশংকা আছে বাংলাদেশের দিক থেকে এবং এই নিরাপত্তা ঝুঁকির কারণেও অনেকে আরাকান আর্মির সাথে যোগাযোগের তাগিদ দিচ্ছেন।

যদিও রোহিঙ্গা ইস্যু গভীরভাবে পর্যবেক্ষণ করেন এমন কিছু সূত্র বলছে আরাকান আর্মির সাথে বাংলাদেশের অনানুষ্ঠানিক একটি যোগাযোগ চ্যানেল গত বছরেই তৈরি হয়েছিলো। কিন্তু সেটি এখনো কাজ করছে কি না সে সম্পর্কে কোন ধারণা পাওয়া যায়নি।​
 

Situation in Myanmar Border: Dhaka needs to engage with Arakan Army
Say experts

1741398577439.png


Engagement with the Arakan Army could be a 'win-win situation' for Bangladesh, benefiting both security and economic interests. — MD SHAHIDUL HAQUE Major General (retd)

Dhaka needs to engage with Arakan Army, which now controls over 80 percent of Rakhine State, including the 271-km border between Bangladesh and Myanmar, said security experts, former diplomats, and academics yesterday.

The call was made during a policy dialogue on "Rakhine after the Fall of Maungdaw: Implications for Bangladesh and the Region," organised by the Bangladesh Institute of Peace and Security Studies (BIPSS) at a city hotel.

BIPSS President Major General (retd) ANM Muniruzzaman moderated the discussion, with former Defence Attaché to Myanmar and former Ambassador to Libya Major General (retd) Md Shahidul Haque, and East-West University Assistant Professor Parvez Karim Abbasi serving as panelists.

"I believe it's high time to engage diplomatically with the Arakan Army," said Abbasi. "This is a standard procedure in many cases, but we should also keep our military options open."

He suggested that if direct communication with a non-state actor like the Arakan Army isn't possible, Bangladesh should explore all informal channels to establish contact.

Abbasi also warned that the Arakan Army's control of Rakhine could escalate insurgency risks in India's northeastern states.

Muniruzzaman emphasised the need for Bangladesh to formulate a clear strategy for dealing with the complex situation in Rakhine.

Referring to India's approach, Muniruzzaman said although New Delhi has historically maintained close ties with Myanmar's junta, it appears to be recalibrating its strategy to engage with the Arakan Army due to the shifting dynamics in Rakhine.

Major General (retd) Haque described engagement with the Arakan Army as a potential "win-win situation" for Bangladesh, which could benefit not only security but also economic interests.

He pointed out that the Arakan Army's dominance in Rakhine has created a complex situation for India, potentially presenting a strategic opportunity for Bangladesh.

"This is an opportunity for us… for the first time, we are in the driver's seat, especially in negotiating our interests with India," Haque said.

Last week, in Thailand, Foreign Adviser Touhid Hossain urged Myanmar to address ongoing border and Rakhine issues, reiterating that Dhaka cannot engage with non-state actors such as the Arakan Army.​
 

The Arakan Army: A Growing Security Threat To Bangladesh – OpEd
June 26, 2024 0 Comments
By Sadia Aktar Korobi

1741398783921.png

Arakan Army fighters in Myanmar. Photo Credit: AA Info Desk

As the Civil war in Myanmar intensifies, the Arakan Army (AA) has emerged as a formidable force against Myanmar military in Rakhine State. Recent escalation in hostilities between the rebel group and the military in Rakhine has not only disrupted Junta’s hold in the region but also poses serious security threats to Bangladesh. Stray Mortar shelling in Bangladesh’s bordering regions included, last month, AA rebels even kidnapped innocent fishermen from the Naf river that Bangladesh shares with Myanmar. AA’s activities are becoming a growing concern for Bangladesh especially considering that Bangladesh has consistently responded with patience and dignity to the numerous provocations and challenges posed by Myanmar.

On October 27, 2023, the Three Brotherhood Alliance (3BTA), composed of the Arakan Army, Myanmar National Democratic Alliance Army, and Ta’ang National Liberation Army and numbering some 15,000 fighters, launched Operation 1027, an anti-SAC offensive in Shan State. The coalition had been preparing for this offensive for years, according to local interlocutors, and its forces were equipped with advanced weapons, including drones acquired on foreign markets.

The Arakan Army, founded in 2009, initially aimed at gaining greater autonomy for the Rakhine people. Since the offensive last October, it has actually steered close to its goal and undoubtedly has become one of the strongest pillars challenging the Myanmar junta in the ongoing civil war. The rebel group has taken control of more than half the Rakhine State – nine of its 17 townships. They have seized key territories in the neighbouring Chin state as well. The AA’s tactical prowess and strategic territorial gains have drawn the attention of regional stakeholders, including Bangladesh. The proximity of AA operations to this border has heightened security concerns for Bangladesh, as cross-border skirmishes and the potential for infiltration increase.

The Escalation of Conflict in the borders of Bangladesh

On May 22, Arakan Army launched a large-scale attack on Maungdaw town in northwestern Rakhine State near the border with Bangladesh. If the Arakan Army can seize Maungdaw, only one town in northern Rakhine will remain under the regime’s control: Sittwe, the state’s capital. Capturing Maungdaw will also give the Arakan Army control over the 270-km border with Bangladesh. That possibility does not seem far-fetched as the group has captured more than 10 junta camps in Rakhine State’s Maungdaw in less than two weeks, killing about 200 junta troops.

Direct Security Implications for Bangladesh

The AA’s intensified activities near the border areas in southeastern Bangladesh, particularly in Bandarban and Cox’s Bazar, have experienced stray gunfire, mortar shelling, and airstrikes from Myanmar forces. These incidents have not only caused casualties among Bangladeshi civilians but have also forced thousands to flee their homes, creating a humanitarian crisis.

Just this month, ferry services on the Teknaf-Saint Martin route have been suspended since 6th June due to firing from Myanmar. This had caused a massive food shortage in the region endangering lives of more than 10000 residents. Often shots were fired at trawlers and boats to Saint Martin’s. One of such trawlers was carrying Bangladeshi election officials. Arakan Army members are believed to have fired the shots.

The conflict has also led to an influx of displaced persons, including Myanmar Border Guard Police personnel, into Bangladesh. More than 752 fleeing junta personnel and their families have been repatriated since mid-February after the AA launched offensives near Rakhine’s international border. This sudden influx strains security for Bangladesh-Myanmar border which is already a contested place due to Myanmar people trying to enter the country illegally especially the Rohingya community still living in Myanmar.

Bangladesh’s internal security is already complicated as it is with the existence of over a million Rohingya refugees already residing in camps in Bangladesh. The potential for further displacement due to ongoing violence in Rakhine and Chin states remains high, posing a continuous threat to Bangladesh’s border security and humanitarian stability.

Broader concerns if Arakan army controls Rakhine

Beyond the immediate border incidents, the presence of the AA near Bangladesh raises broader security concerns. The AA’s control over large swathes of territory in Rakhine State, including strategic border areas, increases the risk of arms smuggling, human trafficking, and other illicit activities. Bangladesh geography puts it at the heart of three major Asian drug trade routes: the Golden Wedge, the Golden Triangle and the Golden Crescent. This, unfortunately, makes the country a lucrative transit for the region’s drugs, especially from Myanmar and India, undermining Bangladesh’s internal security.

Moreover, the AA’s conflict with the Myanmar military has the potential to draw in other armed groups and create a broader insurgency landscape. This could lead to a spillover of violence into Bangladesh, exacerbating the security challenges. The presence of armed militants in close proximity to Bangladeshi territory necessitates a robust security response to prevent infiltration and maintain regional stability.

What should be the future?

The AA had previously assured that they will cooperate regarding border stability issues with neighbouring countries. These words seem hollow when they still have not apologized for the deaths Bangladeshi civilians caused by their fighting. The further show of utmost disrespect to Bangladesh’s neutrality by kidnapping Bangladeshi fishermen fishing, firing at Bangladeshi trawlers within the borders of their own country is totally inexcusable.

Bangladesh and the Bay of Bengal are two routes for Arakan or the Rakhine state’s contact with the outside world. Due to the location of Saint Martin’s, most of the north Bay of Bengal is within Bangladesh’s maritime boundary. And so, for the future growth of Rakhine state, creating a friendly relationship with Bangladesh should be priority for the Arakan Army-not provoking the country.

As this situation evolves, Dhaka must remain vigilant and proactive in managing the implications of the AA’s activities to safeguard its national security and humanitarian interests. Diplomatic engagement and cooperation among the parties is essential to ensure the security and stability of Bangladesh.​
 

Latest Posts

Back