Saif
Senior Member
- Jan 24, 2024
- 12,397
- 6,876
- Origin
- Residence
- Axis Group
কঙ্গোতে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন
Published :Mar 02, 2024 20:54
Updated :
Mar 02, 2024 20:54বাংলাদেশ বিমান বাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ২টি কন্টিনজেন্টের মোট ২৫২ জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করছে।
বর্তমানে কঙ্গোতে অবস্থানরত ২টি কন্টিনজেন্ট নতুন ২টি কন্টিনজেন্ট দ্বারা প্রতিস্থাপনের অংশ হিসেবে বিমান বাহিনীর ১৫৩ জন সদস্য জাতিসংঘের ভাড়াকৃত একটি বিমানে (ইথিওপিয়ান এয়ারলাইন্স) শনিবার (০২ মার্চ) কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি বিমানবন্দরে উপস্থিত থেকে তাদেরকে বিদায় জানান। আন্তঃবাহনিী জনসংযোগ পরদিপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, কন্টিনজেন্টের বাকি সদস্যরা আগামী ২৪ মার্চ কঙ্গো গমন করবেন।
বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টগুলো ইউটিলিটি এভিয়েশন ইউনিট-২১ ও এয়ার ট্রান্সপোর্ট ইউনিট-১৪ নিয়ে গঠিত যার নেতৃত্বে থাকবেন যথাক্রমে এয়ার কমডোর মোহাম্মদ জহির উদ্দিন, জিইউপি, এসিএসসি, পিএসসি এবং গ্রুপ ক্যাপ্টেন মোঃ হাবিবুর রহমান, পিএসসি।